আরও বেশি পাঠকের কাছে পৌঁছতেই চায় প্রতিটি পত্রিকা। আর সে জন্যই আপাতত আমরা এই পত্রিকার জন্য কোনও অর্থ মূল্য ধার্য করছি না। অর্থাৎ এই সংখ্যা ওপন টু অল। ক্লিক করলেই পড়া। সময় এখন নির্বিঘ্ন নয়, স্বস্তিরও নয়। সময় আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ঠিক আছে, ডিজিটাল মাধ্যম জারি রেখেছে অনেক জরুরি কাজ। অনেক জরুরি লেনাদেনা। কিন্তু ডিজিটাল বন্দোবস্ত এখনও আমাদের শিকড় হয়ে উঠতে পারেনি। সে জন্য ডিজিটাল-লড়াই দিয়ে করোনা ও লক ডাউনের বিপুল ক্ষতি মেরামতি প্রায় অসম্ভব।
সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা প্রথম কয়েকটি লাইনই আসলে এখন আমাদের মনের কথা –
মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই
চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় আশায়
আশায় আশায় আশায় আশায়
প্রচ্ছদের মডেল - শুক্লা দে
এই ২য় সংখ্যা জমজমাট নানা লেখায় – তার সূচী
১ প্রিয়তমা কভার স্টোরি ১ কালো সাদা / সাদা কালো মানালি বসাক
২ প্রিয়তমা কভার স্টোরি - শুভদৃষ্টির পরের কয়েকটি দাম্পত্য-বর্ষ --- হিমাদ্রি নারায়ন
৩ প্রিয়তমা স্পেশাল রাইট আপ - ইলিশ একটি মাছের নাম -------
মানালি বসাক
৪ প্রিয়তমা গল্প ১ ব্রেকিং নিউজ: ফেপড়া অমল বন্দ্যোপাধ্যায়
৫ প্রিয়তমা ঘরের সজ্জা - ঠাকুরঘর -----------সংগীতা মুখার্জি
৬ প্রিয়তমা কেয়ার – ডেস্ক - সিনিয়র সিটিজেনদের ডায়েট --------
৭ প্রিয়তমা টিপস – ডেস্ক - পাকা টমেটো কাঁচা খান ----------
৮ প্রিয়তমার মনের কথায় ইচ্ছে অনিচ্ছে – ঝুমারা - সুমন ঘোষ
৯ প্রিয়তমা কভার স্টোরি ৩ – সুব্রত বিশ্বাস - করোনা ও মাস্ক --- ডিজাইন ও সুরক্ষা – কথায় রাজর্ষি দাস
সম্পাদনা – সুব্রত বিশ্বাস / মানালি বসাক
সামগ্রিক পরিকল্পনা – অঞ্জন মুখোপাধ্যায়
প্রচ্ছদের মডেল – শুক্লা দে