প্রিয় পাঠক, আপনাকে স্বাগত জানাই।
একটি সুবিন্যস্ত চিত্রনাট্য অনুসরণ করে, অভিনব পদ্ধতিতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনালেখ্য নির্মিত হয়েছে। বইটি খুব শিগগিরই প্রকাশ পাবে।
প্রিয় পাঠক, শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবা সম্পর্কে আপনার নিজস্ব অনুভূতি আপনি ইচ্ছে করলে দু চার বাক্যে আমাদের এখানে প্রকাশ করতে পারেন। সর্বোচ্য ১৫০ শব্দে। নিজের ফোটো দেবেন, স্থানের নাম দেবেন। লেখা পাঠাবেন এই হোয়াটস অ্যাপে – সুব্রত বিশ্বাস ৬২৯১৫ ৯১৬৩৫। অথবা এই মেল-এ anjanmukherjee59@gmail.com লেখা অবশ্যই ফোনে যেভাবে টাইপ করেন, সেভাবে পাঠাবেন। ওয়ার্ড ফাইলে টাইপ করেও পাঠাতে পারেন। ২৭ জুনের মধ্যে পাঠান। jpeg বা pdf ফাইল পাঠাবেন না। এখানে কয়েকজন ভক্তের এমনই অনুভূতির প্রকাশ আমরা উদাহরণ হিসেবে প্রকাশ করলাম।
শপিজেন বাংলার ‘পেইড বই’ বিভাগে বইটি প্রকাশিত হবে। দাম হবে ৬০ টাকা। শপিজেন এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে আমাদের। শুধু বই প্রকাশই নয়, বই যে সুন্দর একটি উপহারও হতে পারে, আমরা মোটামুটি তা বিস্মৃতই হতে বসেছিলাম।
‘পেইড বই’ বিভাগে ‘উপহার দিন’ লেখায় ক্লিক করে নিকট দূর – বইটি সম্পূর্ণ প্রকাশের পর যে কোনও স্থানে স্বজন বন্ধুকে বইটি উপহার দিতে পারেন।