জীবন মহাসাগরের পাড়ে অনুভবের ঝিনুক কুড়িয়ে নিতে চাওয়া।
Book Summary
কিছু কথা:
---------------
আদি কলকাতার সাথে জড়িয়ে থাকা কুলে, বেশ পুরাতনী কিছু স্মৃতি বিজড়িত বাড়ির দালানেই আমার হামাগুড়ি ও বেড়ে ওঠা। স্নেহ, মায়া, ভালবাসা, শৃঙ্খলা ও পরিচর্যার এক ঘেরাটোপে থেকে ছোটবেলা থেকেই দেখতাম অনেক মানুষ একটুকু মুক্ত বাতাস পেতে ও জমে থাকা কথার মুক্তির আস্বাদনে আমাদের বাড়িতে আসা, যাওয়া করতেন। ধীরে, ধীরে আমার বেড়ে ওঠা সেই পরিবেশে ও তাঁদের পরিস্থিতি কল্পনা করতে, করতে। সেখান থেকেই হৃদয়ের একটা তাগিদ উপলব্ধি করলাম যে, আমাকে শুধু প্রকাশহীন অনুভবে সীমিত থেকে একটা নির্দিষ্ট সীমানা মেনে চললে হবে না। এইরকম ভাবতে, ভাবতেই অনুভবের প্রকাশ ফুটিয়ে তুলতে আরও একবার
" হাতেখড়ি " যেন এই কবি- পথের পথিক হবার সাধনায়, অনন্তের দিকে যাত্রা শুরু এইভাবেই আমার। তারপর থেকে চলছে ভাবনার পরিক্রমা ও সেগুলো সকলের সামনে তুলে ধরার প্রচেষ্টা লিখিত আকারে।
কৃতজ্ঞতা আমার বর্তমান, অতীত ও ভবিষ্যতের সকল সৃষ্টিশীল হৃদয়ের কাছেই। নমস্কার।