অসীম কুণ্ডুর জন্ম উত্তর চব্বিশপরগনা জেলার বনগাঁ থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে । পড়াশোনা --গাঁড়াপোতা উচ্চ বিদ্যালয় ,বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বি.এসসি.এগ্রিকালচার অনার্স -১৯৯০) ও নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে (মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক)। চাকরি এল.আই.তে । ওনার গল্প প্রকাশিত হয়েছে নবকল্লোল, প্রসাদ, ভবিষ্যৎ ,আনুরঞ্জনা,ঐকতান ই-ম্যাগাজিন,রুপকথা লাইভ ই-ম্যাগাজিন এবং দৈনিক সুখবর পত্রিকার রবিবারীয়তে । চারটি উপন্যাস প্রকাশিত হয়েছে ‘শারদীয় ভবিষ্যৎ’ এ । এ ছাড়া কচিপাতা, সাতকাহন ,অনুরঞ্জনা ও রূপকথা প্রকাশনী কর্তৃক প্রকাশিত বিভিন্ন গল্প সংকলনে ওনার অনেক গল্প অন্তর্ভুক্ত হয়েছে। ওনার প্রকাশিত গ্রন্থগুলি হল ‘চাঁদের মতো’(গল্প) ,’ভালোবাসার অশ্রু’(গল্প), ‘ঝুলবারান্দা’(গল্প),’শুধু ওর জন্য’(উপন্যাস) ও ‘গল্প-ত্রিশ’।