আমি অরিজিতা ঘোষ।আমি একজন চাকুরিজীবী। চাকরি সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি ঘুরতে খুব পছন্দ করি। ছবি তোলা আমার প্রিয় হবির মধ্যে একটি। কাউকে কিছু বলার জন্যই শুরু করে ছিলাম লেখা। ভাবিনি কোনো দিন সেই লেখাই হয়ে উঠবে আমার পরম সাথী।
নিজের না বলা অনেক কথা তাই ফুটিয়ে তুলি...More
আমি অরিজিতা ঘোষ।আমি একজন চাকুরিজীবী। চাকরি সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি ঘুরতে খুব পছন্দ করি। ছবি তোলা আমার প্রিয় হবির মধ্যে একটি। কাউকে কিছু বলার জন্যই শুরু করে ছিলাম লেখা। ভাবিনি কোনো দিন সেই লেখাই হয়ে উঠবে আমার পরম সাথী।
নিজের না বলা অনেক কথা তাই ফুটিয়ে তুলি কবিতার আকারে।
আর আমার এই লেখার পেছনে যারা ওতপ্রোত ভাবে আছেন তারা হলেন আমার পরিবার,আমার মনোবল।
Book Summary
আজ আপনাদের অতি প্রিয় স্যার এর জন্মদিনে আমাদের সবার পক্ষ থেকে একটি ছোট্ট পরিবার।
ওনার অবদানের কোনো শেষ নেই।
উনি যেভাবে আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন,টা আমাদের কাছের শিক্ষার বিষয়।
ওনার একাগ্রতায় তেই এগিয়ে চলছে আমাদের "আলোকিত পরিবার"।
তাই আজকের এই শুভদিনে আমাদের সবার পক্ষ থেকে জানালাম শ্রদ্ধার্ঘ।