রিটায়ার্ড ডেপুটি জেনারেল ম্যানেজার, ও এন জি সি। লেখক, পাঠক, বইপ্রেমী, ঘুরতে ভালবাসি। ২০১৪ থেকে লেখালিখির জগতে আছি। প্রত্যেক বছর কলকাতা বইমেলাতে একটি / দুটি বই বেরোয়।
এ পর্যন্ত লেখা বইয়ের সংখ্যা ৮ (আট)।
লকডাউনে লেখালিখির সাথে, গান গাইবার ইচ্ছে জাগে। আমি গান শিখি নি, সুরের জগতের সাথে আমার...More
রিটায়ার্ড ডেপুটি জেনারেল ম্যানেজার, ও এন জি সি। লেখক, পাঠক, বইপ্রেমী, ঘুরতে ভালবাসি। ২০১৪ থেকে লেখালিখির জগতে আছি। প্রত্যেক বছর কলকাতা বইমেলাতে একটি / দুটি বই বেরোয়।
এ পর্যন্ত লেখা বইয়ের সংখ্যা ৮ (আট)।
লকডাউনে লেখালিখির সাথে, গান গাইবার ইচ্ছে জাগে। আমি গান শিখি নি, সুরের জগতের সাথে আমার সম্পর্ক শুধু কান আর হৃদয়ের অনুভুতি মিলিয়ে। আজকাল গান গাইবার অনেক প্রকার অ্যাপ্লিকেশন বেরিয়েছে। তারই একটিকে মাধ্যম করে নিজের সুপ্ত ইচ্ছেকে একটু বাইরে আসার সুযোগ দেবার চেষ্টা করেছি। যারা শুণছেন বা শুণবেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Book Summary
"ছয় মাসের খেরো খাতা" আদতে প্রবন্ধ আকারে সংকলিত হলেও, এক দুটি গুরু গম্ভীর বিষয় ছাড়া বাকি সবটাই আমার, আমাদের জীবনের চারপাশে চলাফেরা, ঘটনা এই নিয়েই লেখা। বিষয় নির্বাচন তেমন ভাবে করা যাবে না, যখন যেটা মনের মধ্যে দাগ কেটেছে, তাই সকলের সাথে ভাগ করে নিয়েছি এই ছয় মাস সময় কালে। লেখাগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল, শপিজেনের মাধ্যমে এক জায়গায় করার এবং বইয়ের রূপ দেবার একটা স্কোপ পাওয়া গেল। শপিজেনকে ধন্যবাদ। মূল ত্রিশ খানি নিবন্ধ রাখা আছে- যার মধ্যে মাত্র একটি ইংরাজীতে লেখা। যেহেতু যার সম্বন্ধে লেখা, তিনি বাঙালি নন, অথচ আমার গুরু, যাকে এই ছয় মাসের ভিতর হঠাত করেই হারিয়েছি। আশা করি শপিজেন এই নিয়ম ভাঙার শাস্তি দিতে, লেখাটি বাদ দিয়ে দেবেন না।
আপনাদের সকলের সহযোগীতা এবং উপস্থিতি একান্ত কাম্য।