অক্ষর থেকে শব্দ, শব্দ জুড়ে সংলাপ, আর সংলাপ জুড়ে গল্প। এভাবেই তৈরি হয় গল্প, উপন্যাস। আমাদের চারপাশে ঘটে চলা বাস্তব ঘটনার সঙ্গে কল্পনার রঙ মিলিয়ে তৈরি হয় গল্প। সমাজের বুকে প্রতি নিয়ত ঘটে চলেছে কত ঘটনা, কখনও সম্পর্কর টানাপোড়েন, কখনও অতীতের কোনও ঘটনার স্মৃতি, হারিয়ে আবার খুঁজে পাওয়া নিজেকে, ভুল থেকে নতুন শিক্ষা, সময়ের দিক বদল আর ভালোবাসার নানা রূপ এসব নিয়েই সেজে উঠেছে আমার মানস সন্তান অক্ষর সংলাপ গল্প।
এর আগে পাঠক আমার কলমে প্রচুর রহস্য, ভৌতিক, ঐতিহাসিক, কাহিনি পড়েছেন। ছোটদের জন্য লিখেছি প্রচুর বই। কিন্তু হঠাৎ মনে হল সমাজকে অস্বীকার করে তো সাহিত্য এগিয়ে যেতে পারে না। সমাজের প্রতিচ্ছবি তো সাহিত্যে প্রতিফলিত হবেই। আর সামাজিক গল্প বা প্রেমের মধ্যেও তো লুকিয়ে আছে এক অন্য রহস্য। এই বইতে সেই ছবিগুলোই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।
আজকাল বইপাড়ায় একটা কথা খুব শুনি, সামাজিক গল্প বা ছোট গল্প নাকি একদম চলে না। নিজে প্রকাশনার সঙ্গে যুক্ত তাই এই বিষয়টা কিছুটা নিজেও প্রতক্ষ্য করেছি। কিন্তু তবুও সহজপাঠ এগিয়ে এসেছে এমন একটা বিষয়ের উপর বই করার প্রস্তাব নিয়ে, প্রথমে অবাক হয়েছিলাম। তারপর মনে হল আমার কলমে যদি জোর থাকে, পাঠককে যদি আকৃষ্ট করতে পারে তবে এই বইও পাঠক ভালোবেসে আপন করে নেবে। বাকি এবার পাঠকের হাতে।
এই গল্পগুলো আমাদের চারপাশ থেকেই উঠে এসেছে, তাই চরিত্রগুলো মনে হবে আপনাদের প্রত্যেকের চেনা। কিন্তু সেই চেনা চরিত্রই গল্পের মধ্যে এনেছে নানা মোচড়।