পাগল এবং প্রেমিক, ধর্ষক এবং সাধক, শৈলশহর এবং শ্মশানভূমি। এই সংকলনের কোনও দুটি গল্পের কুশীলব এক নয়, পটভূমিকা এক নয় এবং সবচেয়ে বড় কথা, গল্প বলার ভঙ্গিও এক নয়। পড়তে-পড়তে মনে হয়, চারপাশের জগতটাকে লেখক এক ম্যাজিক প্রিজমের মধ্যে দিয়ে নানান রঙে ভেঙে আবার গড়েছেন।