"খেলা শেষ।'' অর্থাৎ এবার ধরা পড়ছে অপরাধী। অপরাধ... যার পেছনে লুকিয়ে আছে একাধিক কারণ, আর সেই সব সূত্র ধরে অপরাধীকে চিহ্নিত করা, এই নিয়েই ষোলোটি রহস্য গল্প। আমাদের চারপাশে প্রতিমুহূর্তে ঘটে চলেছে অসংখ্য অপরাধ। কখনও অপরাধী ধরা পড়ে, কখনও পার পেয়ে যায়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই দেখা যাবে প্রতিটা অপরাধের পিছনেই রয়েছে কোনো লুকিয়ে থাকা ঘটনা, কখনও ইর্ষা বা আক্রোশ, কখনও সামাজিক সম্মান অথবা লোভ, আবার কখনও প্রতিশোধ বা হিংসা, কখনও আবার ভালোবাসায় আঘাত, বিশ্বাসে আঘাত অথবা সেই আদিম প্রবৃত্তি... যৌনতা, মানব মনের জটিল আবর্তে বিভিন্ন কারণে অপরাধের আকাঙ্ক্ষা তৈরি হয়। তেমনি ভিন্ন ভিন্ন দৃশ্যপটে, ভিন্ন চরিত্র, ভিন্ন ঘটনা, ভিন্ন অপরাধের যবনিকা পাত করেই এই গল্পগুলো বলতে চেয়েছেন দ্য গেম ইজ ওভার।