“ভূত বাংলো দেখবেন নাকি সাব-মেমসাবরা?” ডাকবাংলোর ছোকরা হেল্পার লক্ষ্মণ জিজ্ঞেস করল।
“ভূত বাংলো!” ওরা চারজন হইহই করে উঠল! অবশ্য চারজন বললে ভুল হবে, আর্যর হইহইটা অন্য কারণে। ও একটু ভীতু প্রকৃতির, তাই আপত্তি করে হইহই করেছিল।
লোলা মুখ ভেঁচকে বলল, “চুপ কর তো আর্য! ভিতুর ডিম কোথাকার! তোর যদি ভয় লাগে তো তুই এখানে থাক আমরা ঘুরে আসছি!”
তারপর? তারপর ভূত বাংলোতে কী হল লোলা আর তার বন্ধুদের, জানতে হলে পড়তে হবে– ‘অদৃশ্য হাতের প্রতিশোধ’।
এ ছাড়াও একটি উপন্যাস এবং বারোটি অন্যান্য ছোট-বড় গল্প নিয়ে এসেছে, 'অদৃশ্য হাতের প্রতিশোধ'।
প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক, যারা রহস্য এবং ভয়ের গল্প পড়ে আনন্দ পায়, এই বইটি বিশেষ করে তাদের জন্যে।