অন্দরসজ্জাবিদ। নিজের অন্দরসজ্জার ফার্ম "ঘরে বাইরে"।আনন্দ পাবলিশার্স থেকে বই "বাঙালির অন্দরসজ্জা"। কবিতার দুটো বই,বাংলাদেশ থেকে একটি। দেব সাহিত্য কুটির থেকে দুই বাংলার কবিতা সংকলন " পারাপারের সম্পাদনা আবৃত্তিকার সুস্মিতা সরকারের সঙ্গে। গদ্য লেখার একটি জনপ্রিয় চরিত্র বল্টুদা,বিভা...More
অন্দরসজ্জাবিদ। নিজের অন্দরসজ্জার ফার্ম "ঘরে বাইরে"।আনন্দ পাবলিশার্স থেকে বই "বাঙালির অন্দরসজ্জা"। কবিতার দুটো বই,বাংলাদেশ থেকে একটি। দেব সাহিত্য কুটির থেকে দুই বাংলার কবিতা সংকলন " পারাপারের সম্পাদনা আবৃত্তিকার সুস্মিতা সরকারের সঙ্গে। গদ্য লেখার একটি জনপ্রিয় চরিত্র বল্টুদা,বিভা পাবলিকেশন থেকে বই বল্টুদা দি গ্রেট। ছোট গল্পের একটি বই রবিঠাকুরের রান্না,খোয়াই পাবলিকেশন থেকে। অন্দরসজ্জা নিয়ে আনন্দবাজার, প্রতিদিন এবং অন্যান্য সংবাদপত্র ও ম্যগাজিনে নিয়মিত লিখতে হয়। এছাড়াও আকাশবানী এম এমের আর জে এবং চ্যানেল ওয়ানের সাহিত্যিকদের নিয়ে শো 'লিকার চা' এর হোস্ট।
Book Summary
২৫ টি কবিতা রয়েছে এই ই-বুকে। যাঁরা আমার কবিতার খোঁজ করেন তাঁদের খুঁজে পেতে সুবিধে হবে।