ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে অল্পস্বল্প লেখালিখি করেছেন। কিন্তু গল্পের বই পড়ার নেশা থেকেই হঠাৎই গল্প লেখার শুরু। ২০১৫ সালের সেপ্টেম্বরে লেখিকার প্রথম গল্প প্রকাশিত হয় উত্তরবঙ্গের প্রথম সারির সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদে। তারপর থেকে আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়, সানন্দা,...More
ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে অল্পস্বল্প লেখালিখি করেছেন। কিন্তু গল্পের বই পড়ার নেশা থেকেই হঠাৎই গল্প লেখার শুরু। ২০১৫ সালের সেপ্টেম্বরে লেখিকার প্রথম গল্প প্রকাশিত হয় উত্তরবঙ্গের প্রথম সারির সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদে। তারপর থেকে আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়, সানন্দা, আনন্দমেলা,কিশোরভারতী, শুকতারা, তথ্যকেন্দ্র, প্রতিদিন, নন্দন সহ বিভিন্ন বানিজ্যিক, ওয়েব ম্যাগাজিন ও ছোট পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। ছোটদের ও বড়দের দু'জনের জন্যই লিখতে ভালবাসেন উনি। সত্যি গল্প মিথ্যে গল্প তাঁর একক ই-বুক যাতে রয়েছে ১০টি গল্প।
Book Summary
ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে অল্পস্বল্প লেখালিখি করেছেন। কিন্তু গল্পের বই পড়ার নেশা থেকেই হঠাৎই গল্প লেখার শুরু। ২০১৫ সালের সেপ্টেম্বরে লেখিকার প্রথম গল্প প্রকাশিত হয় উত্তরবঙ্গের প্রথম সারির সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদে। তারপর থেকে আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়, সানন্দা, আনন্দমেলা, কিশোরভারতী, শুকতারা, তথ্যকেন্দ্র, প্রতিদিন, নন্দন সহ বিভিন্ন বানিজ্যিক, ওয়েব ম্যাগাজিন ও ছোট পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। ছোটদের ও বড়দের দু'জনের জন্যই লিখতে ভালবাসেন উনি। তারএকমাত্র বই, 'সব গল্পই প্রেমের নয়' প্রকাশিত হয়েছে ২০১৮সালের নভেম্বর মাসে। লেখিকা এই বইএর জন্য ২০১৯এ ' চুনী কোটাল সাহিত্য সম্মান' এ সন্মানিত হয়েছেন।
বিশিষ্ট সাহিত্যিক হিমি মিত্র রায়ের দশটি গল্পের অমূল্য সংকলন পড়ুন কেবলমাত্র শপিজেন বাংলা'য়।