অন্ধ মেয়ে বলেই কি সৌতি এত অনুভূতিপ্রবণ? নাকি অন্ধত্ব তার খোলস! সে কি আসলে দেখতে পায়? এই সব প্রশ্নের উত্তর মিলবে "একটি অন্ধ মেয়ের গল্প"তে। "ঠিকানা" গল্পে ফুটপাথবাসিনী হৈমবতীর জীবনে নেমে আসে দুর্বিপাক। মেট্রো'র লাইন সম্প্রসারণের জন্য তার শেষ আশ্রয়টাও হাত ছাড়া হতে বসেছে? "ঠিকানা" গল্প কি দেখাবে তার শেষ ঠিকানা? পুতুলগুলো এতদিন পরে অন্যের হাতে তুলে দেবার মধ্যে কি শুধুই সমর্পনের ইচ্ছা ছিল? জানতে হলে পড়ুন "আজ পুতুলের বিয়ে"। গ্রাম বাংলায় টুসু পরবের কথা আমরা সবাই জানি, আমরা কি জানি টুসু'র জীবনের করুণ পরিণতির সঙ্গে আধুনিকা ফুলমণির জীবনও কোথাও গিয়ে মিলে যাবে? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দশটি গল্পের এই গল্প সংকলনটিতে।
------------
মহুয়া মল্লিক