পল্লবী সেনগুপ্ত নামটা বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে পরিচিত।
প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর পল্লবী পড়েন ম্যানেজমেন্ট নিয়ে।
পেশাগত ভাবে অধুনা তথ্য প্রযুক্তি সংস্থার মানব সম্পদ বিভাগের আধিকারিক হলেও তাঁর লেখা বর্তমান প্রজন্মের অতি প্রিয়।
ছোটবেলা থেকেই লেখালিখি শুরু পল্লবী সেনগুপ্ত'র।
প্রথম গল্প প্রকাশিত ও পুরস্কৃত হয় ঐতিহ্যবাহী শুকতারা পত্রিকায় মাত্র তেরো বছর বয়সেই।
চোদ্দ বছরে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম বই ' জঙ্গলে টুবলু ' যার শুভ আনুষ্ঠানিক প্রকাশ হয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও অধ্যাপক এবং সাহিত্য বিশারদ শ্রী ক্ষেত্র গুপ্ত'র হাত ধরে।
ছোট বয়সেই পল্লবীর লেখা প্রকাশিত হয়েছিল উনিশ কুড়ি, বর্তমান সহ নানা লিটল্ ম্যাগাজিনেও।
এরপর দীর্ঘ সতেরো বছরের বিরতি পড়াশোনা ও চাকরির সুবাদে।
২০১৭ সালে আবার লেখালিখিতে নিয়মিত ভাবে ফিরে আসেন সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
খুব কম সময়ের মধ্যেই তাঁর ব্লগ- 'খোলা জানালা' জিতে নেয় পাঠককুলের মন l
২০১৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম সাইকোলজিকাল হরর থ্রিলার 'নিস্তব্ধ নিঃশ্বাস' যা পাঠককুলে চূড়ান্ত সমাদৃত হয়।
এরপর একের পর এক প্রকাশিত হয়েছে পল্লবী’র নানা বই যেগুলি বারবার মন জয় করেছে পাঠকদের।
এইগুলির মধ্যে উল্লেখযোগ্য চোখের বাহিরে, মায়া আয়নার অতীত, নষ্ট মৃত্যু এবং তারপর ইত্যাদি।
পল্লবী বারবার নিজের স্বতন্ত্রতা প্রমান করেছেন নানা ধরণের জঁর এর লেখায়।
তাঁর লেখা থেকে নির্মিত হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের চলচিত্রও।
সেই সুপরিচিত ও বিশিষ্ট সাহিত্যিকের দশটি গল্পের কলমের মাধুর্যে এবার আলোকিত হল শপিজেন বাংলা’র আঙিনা।