অক্ষরশিল্পী ও সমাজসেবী । বিভিন্ন পত্রপত্রিকা,বিভিন্ন সাহিত্য ব্লগ, নিউজ পোর্টাল (dailyhunt) ও দেশ পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। স্বরচিত কাব্যগ্রন্থ তিনটি প্রকাশ পেয়েছে। কলমের আঁচড়ে পাঠকের মনে দাগ কেটে যাওয়ার ইচ্ছে।
অক্ষরশিল্পী ও সমাজসেবী । বিভিন্ন পত্রপত্রিকা,বিভিন্ন সাহিত্য ব্লগ, নিউজ পোর্টাল (dailyhunt) ও দেশ পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। স্বরচিত কাব্যগ্রন্থ তিনটি প্রকাশ পেয়েছে। কলমের আঁচড়ে পাঠকের মনে দাগ কেটে যাওয়ার ইচ্ছে।
Book Summary
#প্রচেষ্টা নতুনত্বের, ১২ লাইনের কবিতা। অক্ষর মালা বড় থেকে ছোট হতে হতে প্রথম লাইনে ১৪ অক্ষর, তার পরের লাইনে ১৩ অক্ষর এইভাবে কমতে কমতে তিনটি অক্ষর। কবিতাটির বিশেষত্ব উপর বা নীচ থেকে পড়লে মূলভাব একই থাকে। ত্রিভুজ কবিতাও বলতে পারেন।
"ভালোবাসা"
✍ উজ্জ্বল সামন্ত
আমাকে রেখো তোমার মনের গভীরে
অবহেলায় বা ভালোবেসে নীরবে
কখনোও যদি ভালোবাসা ফেরে
অভিমানী কেন ভাষা খোঁজে
মুখ ফিরিয়ে নিও গোপনে
ভালোবাসা ও অভিমানে
কবিতায় বৃষ্টি ভেজা
শব্দের অবহেলা
প্রেমের সাগরে
নদীর পাড়ে
অপেক্ষায়
মৃত্যুর
...