সমন্বিতা ঘোষ - (16 September 2021)নিজে খারাপ থাকার মাঝেও মন বাকিদের ভালো চায় বড়...কঠিন পরিস্থিতি আর পারিপার্শ্বিকতার নাগপাশে সে বড় ক্লান্ত ,সন্ত্রস্ত।সময়ের ফেরে মনের ঘর সম্পর্কের কাছে হয়েছে জরাজীর্ণ..মৃত মানুষের দেহ পার্থিব বন্ধন থেকে মুক্ত ,তার নেই কোনো টানাপোড়েন... কিন্তু সেই বন্ধনে জড়িয়ে কোথাও আমাদের নোঙর পড়ে গিয়েছে তাই স্বপ্নিল উড়ান ভরতে চাইলেও মনের খারাপলাগা,ব্যর্থতা গুলোই বারম্বার আসছে ।তবে এ কবিতায় সেই বাঁধন ,ব্যর্থতা ফেলে আহ্বান আছে সেই আকাশ ছোঁয়ার, সেই প্রশ্নবোধক লাইন মনে অনুপ্রেরণা জাগায়। হ্যাঁ ভালোবাসা র চাইতে বড় কি আর আছে এ জগতে?তাকে নিয়েই ভালো থাকা হোক... বড় সুন্দর লিখেছেন