সমন্বিতা ঘোষ - (16 September 2021)বিরহবেদনাবিধুর এক কবিতা...ভালোবাসে যে নিঃস্বার্থভাবে,তাতে জড়িয়ে সমস্ত অস্তিত্ব, রক্তাক্ত হয়েও ফিরফিরে যায় সেই ভালোবাসার টানে কিন্তু অপরপক্ষ ব্যস্ত অন্যকারো সাথে প্রেমী আলাপনে,সময়ান্তরে ভূলে গিয়েছে তার হৃদলতাকে...পাথুরে কাঠিন্যে,অবহেলার যন্ত্রণায় মৃত্যু হয়েছে সেই লতার.. প্রিয়ের নামে জ্বলতে না থাকা বাতিটাও নিভে গিয়েছে,অকাল দমকা বাতাসে যে বাতাস এ হয়তো বিরহ ছিল মিশে কিন্তু মনে করা বারণ যে তার অনুরোধেই তাই বিরহ ও ঘটেছে নাকি মন সঠিক বলতে পারেনা , শুধু হৃদয়পোড়া যন্ত্রণারয়ে গেছে.. দিভাই কবিতাটা যতবার পড়ি ততবার ভালো লাগে,কি যেন একটা আছে.. বারবার পড়েও মন ভরে না..
00
মাধব চন্দ্র মন্ডল - (08 September 2021)বারন মানে না মন, তাই সে রক্তাক্ত হয় বারবার, তবুও প্রিয়মুখে শুনতে চাই সুমধুর সেই ডাক..........
00
রাহুল জানা - (07 September 2021)বারবার পড়ার মতন... বারবার মন খারাপ করার মতন... খুব ভালো হয়েছে বোন আমার..