সমাজ যত উন্নতই হয়ে যাক, কিছু কিছু ক্ষেত্রে মানুষের ভাবনাগুলো এখনও ঠিক আগের মতোই সংকীর্ণ রয়ে গেছে। পৃথিবী ছেড়ে চলে যাওয়া পুরুষ যে নারীকে সংসারে একা ছেড়ে যান, সেই নারীর পরবর্তী জীবনটা সমাজের কড়া নজরদারিতেই কেটে যায়। নিজের মতো করে বাঁচবার অধিকারটুকুও হারিয়ে ফেলে যেন সেই নারী। সমাজকে প্রকৃতপক্ষে উন্নত করতে গেলে,আগে নিজেদের ভাবনাগুলোকে উন্নত করতে হবে। মন উদার হলে তবেই সমাজ এগিয়ে যাবে উন্নয়নের দিকে।