দেবীকে খুঁজতে বিভিন্ন মন্দিরে যাওয়ার দরকার নেই। বাস্তব জীবনের প্রকৃত দেবী...আমাদের কাছে,আমাদের চোখের সামনেই থাকে। যে দেবী, নিজের সর্বস্ব উজাড় করে শুধুমাত্র আমাদের কথা ভাবে,আমাদের জন্য বাঁচে। তবুও সেই দেবীকে আমরা দেখেও না-দেখা করে যাই। আগে বাস্তবের দেবীকে আগলে রাখাটা ভীষণ দরকার, তারপর মন্দিরের দেবীকে।