তমাল বেরা - (15 July 2022)জ্যোৎস্নাময়ী রূপকথার কবিতা।কহিনি কবিতাকে এগিয়ে নিয়ে গেছে। কবিতায় বর্ণনার আলিম্পনে জোর আছে, তবে ছন্দ ও অলঙ্করণে ঘাটতি আছে।
10
ডাঃ পরমেশ ঘোষ - (12 July 2022)ভালো লাগলো;
জ্যোৎস্নার অন্তরঙ্গ আলো
মনে ক’রিয়ে দিলো
অশ্রুর গালিচায় আঁধারের পলগুলো;
কেউ কি বাজালো বাঁশী –
যার সুরের হাসি
পোষাকী আড়ম্বর ছিঁড়ে
পৌঁছালো অন্তরে?
আরো কিছুক্ষণ,
জ্যোৎস্নার স্বপন
রাখুক না ভ’রিয়ে মন।
10
পিন্টু বেতাল - (10 July 2022)অপূর্ব,,, অনবদ্য প্রকাশ
10
শতাব্দী চক্রবর্তী - (10 July 2022)এই যে জোৎস্না। এই যে চাঁদ এদের সাথে চিরন্তন একটা প্রেমের সম্পর্ক মানুষের। আদতে ছোট থেকেই যেন পূর্ণিমা অমাবস্যা এদের সাথে আমরা পরিচিত। পূর্ণিমা মানেই চাঁদের আলোয় মা বাচ্চাদের কোলে নিয়ে ভোলায় ঐ যে চাঁদা মামা আয় টিপ দিয়ে যা আবার অমাবস্যার অন্ধকার মানেই একানড়ে, তালঠ্যাংরা মামদো সব হামলে পড়ত। তাই জোৎস্না আমাদের বড় প্রিয় ছিল। আপনি কি সুন্দর লিখেছেন শেষ স্তবকটি কেটে যায় চন্দ্রালোকের প্রহর আলো মেখে ঘুম ভেঙ্গে ওঠে, মেয়ে ভাবে এতো ক্ষণিক আলো চাঁদ এসে কতটুকু তাকে দিয়ে গেল? " সত্যি তাই একটা সময় প্রহর কেটে যাবে চাঁদ নেবে ছুটি। অনবদ্য লেখা।