মানুষের পাশবিক রূপ মাঝেমাঝেই সমাজের সমস্ত উন্নতিকে হার মানিয়ে দেয়। অকারণেই কতোটা হিংস্র হওয়া যায়... তা বারবার চোখে আঙুল দিয়ে দেখায় মানুষ। মনের চাহিদা, শরীরের চাহিদা পূর্ণ না হলেই সে পশুর থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। নিমেষেই খতম করে ফেলে কারুর বেঁচে থাকার সোনালী স্বপ্নগুলোকে। হঠাৎই চারিদিকে নেমে আসে অসময়ের অমানিশা।