ডাঃ পরমেশ ঘোষ - (22 July 2022)খুব ভালো লেগেছে নারী-মনের জ্যো ৎস্না হওয়ার স্বপ্ন, তবে এ স্বপ্ন প্রতিটি নারী-মনের নয় ব’লেই আমার বিশ্বাস। তবে মানুষ প্রেমিককে চাঁদ ব’লে মেনে নিলে অন্য বক্তব্য।
কবিতার সারাংশ থেকেই তুলে ধ’রছি – ‘অধরা স্পর্শেও নারীমন থেকে যায় চাঁদেরই কাছে চিরদিনের মতো...তার জ্যো ৎস্না হয়ে।‘
প্রতিটি নারী-মনের স্বপ্নে, চাঁদের যাওয়া আসা। রূপকথা থেকে শুরু করে বাস্তবের শক্ত মাটিতেও নারী খোঁজে চাঁদকে, তার জীবনসঙ্গী হিসেবে। চাঁদের স্নিগ্ধ আলোর আবেশে সে নিজেকে সবথেকে সুরক্ষিত মনে করে। চাঁদের দিকে তাকিয়ে বারবার নারীমন তার সব কষ্ট ভুলে আবার নতুন করে বাঁচার ইচ্ছে অনুভব করে। তাই চাঁদের স্পর্শে সে নিজেকে পরিপূর্ণ করতে চায়। কিন্তু সেখানেও সময় ধরাবাঁধা। চাঁদকেও ফিরে যেতে হয় একসময়। অধরা স্পর্শেও নারীমন থেকে যায় চাঁদেরই কাছে চিরদিনের মতো...তার জ্যোৎস্না হয়ে।