ডাঃ পরমেশ ঘোষ - (22 July 2022)কবিতাটিতে ‘জ্যোৎস্না’ শব্দটির উল্লেখ আছে মাত্র একবার। কবিতাটির বিষয় ব’লে দেওয়া হ’য়েছে কবিতার শিরোনামে ‘প্রেমের মায়া’; এতে আছে অভিসারে যাওয়ার ঘটনার বর্ণনা। ‘কোথায় সে কোন লুকায় মেঘের আড়ালে’, তাই ব্যর্থ হ’লো অভিসার। এখানে কি পাঠককে বুঝে নিতে হবে যে, চাঁদ বা জ্যোৎস্নাকে আপন ক’রে পাবার জন্যেই এ অভিসার?