একটুও অপেক্ষা করছি না

একটুও অপেক্ষা করছি না


Ishita Roy Banerjee Ishita Roy Banerjee
Poem
প্রিয়ব্রত বসু - (21 August 2022) 5
দুর্দান্ত

1 1

ডাঃ পরমেশ ঘোষ - (07 August 2022) 2
(১) শপিজেন অ্যাপে ‘একটুও অপেক্ষা করছি না’ নামে যে কবিতাটি প্রকাশিত হ’য়েছে সেটি শপিজেন বাংলার ফেসবুক পেজে প্রকাশিত ‘একটুও_অপেক্ষা_করছি_না’ নামের কবিতাটির থেকে অনেকটাই আলাদা; এমনকি নামটিও এক নয়; অ্যাপের নামটি চার শব্দের; শপিজেন বাংলার ফেসবুক পেজে প্রকাশিত কবিতাটির নাম মাত্র একটি শব্দের – চারটি শব্দকে ‘_’ দিয়ে জুড়ে একটি শব্দ করা হ’য়েছে। (২) ‘একটুও_অপেক্ষা_করছি_না’ নামের কবিতাটিতে ‘একটুও অপেক্ষা করছি না’-কবিতাটির কোনো অংশই সঠিক ভাবে নেওয়া হয়নি। প্রথমতঃ, প্রতিটি লাইনে হ্যাশট্যাগ দিয়ে hyperlink যোগ করা হ’য়েছে। Ctrl-Click ক’রলে ফেসবুক পেজে প্রকাশিত ‘একটুও_অপেক্ষা_করছি_না’ নামের কবিতাটি আর একবার খুলবে। দ্বিতীয়তঃ, প্রতি লাইনের শব্দগুলি ‘_’ দিয়ে জুড়ে একটি শব্দ করা হ’য়েছে। তৃতীয়তঃ, ‘_’ এর জায়গায় ‘ ‘ দিয়ে বদল ক’রলেও যে শব্দগুচ্ছগুলি পাওয়া যাবে, সেগুলি ঠিক একই ভাবে লেখা হয়নি শপিজেন অ্যাপের ‘একটুও অপেক্ষা করছি না’ কবিতাটিতে। এক কথায় ‘একটুও অপেক্ষা করছি না’ কবিতাটির অনেকগুলি শব্দ ‘একটুও_অপেক্ষা_করছি_না’ কবিতাটিতে আছে, কিন্তু শব্দগুলির বিন্যাস আলাদা। তাই ‘একটুও_অপেক্ষা_করছি_না’ নামের কবিতাটি পড়ে পাঠক বিভ্রান্ত হবে, ‘একটুও অপেক্ষা করছি না’ কবিতাটিতে কী বলা হ’য়েছে, তার কোনো ঈঙ্গিত পাবে না; ‘একটুও_অপেক্ষা_করছি_না’ নামের কবিতাটি শপিজেন_মাসকাহন-এর নিয়ম মেনে প্রকাশিত হয়নি। (৩) শপিজেন অ্যাপে ‘একটুও অপেক্ষা করছি না’ নামে যে কবিতাটি প্রকাশিত হ’য়েছে, সেই কবিতাটি নিয়ে আলোচনা করা যাক। কবিতাটির বিষয় ‘জোৎস্না’ না ‘যুদ্ধ’ সে কথা বোঝা যাচ্ছে না; ‘যুদ্ধের চাঁদ’ কথাটির তাৎপর্য্য কি তাও পরিষ্কার ক’রে লেখা হয়নি। কবিতাটিতে কবি কে, জোৎস্না কী কবির চোখে, কবির সঙ্গে জোৎস্নার কী সম্পর্ক তা বোঝা যায় না; তাই ‘ঐ জ্যান্ত জোছনাকে সত্যি বলছি আমি ঘেন্না করি’, ‘জোছনার পুরিয়া রোজ রোজ আসে প্রতি মাসে আসে’, ‘যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে দাঁড়িয়ে জোছনার গল্প বলিস না স্বপ্ন’, ‘একমুঠো জোছনা কোত্থাও নেই... অপেক্ষা আছে বইকি সজারুর কাঁটার মতন’ - এই বাক্যাংশগুলি অর্থহীন মনে হয়। (৪) ‘একটুও অপেক্ষা করছি না’ কবিতাটির নামকরণের সার্থকতাও বোঝা দুরূহ।

0 4

অমিয় কুমার রীত - (06 August 2022) 5
অসামান্য একটি কবিতা... প্রত্যেক শব্দবন্ধ যেন চাবুক

0 1

Manoj Kumar Rath - (06 August 2022) 5
খুব সুন্দর লিখেছেন; অপূর্ব মিষ্টি রোমান্টিকতা আছে লেখার মধ্যে!! মুগ্ধ হলাম,,,👌👌

0 1

Gobinda Mondal - (06 August 2022) 5
অসাধারণ ভাবনার প্রতিফলন

0 1

সৌভিক বন্দ্যোপাধ্যায় - (06 August 2022) 5
কবির কলম যেন শিল্পীর তুলি। অসাধারণ।

1 2


Publish Date : 06 Aug 2022

Reading Time :


Free


Reviews : 6

People read : 47

Added to wish list : 0