ডাঃ পরমেশ ঘোষ - (23 July 2022)‘নষ্ট চাঁদ’ কথাটির কোনো বিশেষ তাৎপর্য্য থাকলে, সেটা আমার জানা নেই; কবিতাটি পড়েও কিছু হৃদয়ঙ্গম হয়নি। কবিতাটির বিষয় আর কবিতাটির শিরোনাম কি এক? - ‘নষ্ট চাঁদ’? ‘জ্যো ৎস্না’ শব্দটির উল্লেখ হ’য়েছে মাত্র দু-বার:- ‘জোছনা এখন স্যাঁতসেঁতে’, এবং ‘জোছনা এখন অবসরে মুঠোয় থাকে বাঁধা।‘ এই ‘জোছনা’ কি চাঁদের কিরণ? প্রেম হারানোর দুঃখ ভালোই প্রকাশ পেয়েছে কবিতায়; তবে দুঃখ ঠিক কি কারণে, তা বুঝে নিতে হবে – কারুর মৃত্যুতে, কারুর প্রতাখ্যানে, বা কারুর আত্মহত্যায়?
‘নষ্ট চাঁদের জ্বর হয়েছে সভ্যাতারই ফাঁদে’ – বানান ভুল আছে; সংশোধন করার পরেও এর মানে বা তাৎপর্য্য কি?