ডাঃ পরমেশ ঘোষ - (30 July 2022)সারাংশে লেখা আছে – ‘সৃষ্টির আদি যুগ থেকেই প্রাণের স্পন্দনের পেছনে জ্যোৎস্নার ভুমিকা আছে।‘; কিন্তু এই কবিতার মধ্যে জ্যোৎস্নার ভুমিকা কী সেটা স্পষ্ট ক’রে বোঝানো হয়নি। কবিতাটি মূলতঃ সৃষ্টি নিয়েই লেখা হ’য়েছে; জ্যোৎস্না না হ’লেও চলতো। ‘ত্রেতা যুগ’, ‘আদম’ ইত্যাদির সঙ্গে জ্যোৎস্নার কী বিশেষ সম্পর্ক আছে তা এ কবিতা থেকে উপলব্ধি করা যায় না। ‘নষ্ট চাঁদ’, ‘নষ্ট প্রেম’, ‘কলঙ্কিত চাঁদ’, ইত্যাদি শব্দগুচ্ছের কোনো তাৎপর্য্য আছে কি এই কবিতায়? জ্যোৎস্নার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক কবিতাটিতে স্পষ্ট ক’রে বলা হয়নি, সেটা হ’লো জ্যোৎস্না দেখা যায় রাতে আর সাধারণতঃ রাতের আবছা অন্ধকারেই ‘নগ্ন ইভ চাদরে অপেক্ষায়’ থাকে। এই কবিতায় ‘আমি’ কে সেটা স্পষ্ট নয়। কবি প্রশ্ন ক’রেছে – ‘আমিই আদম?’