তার সানাই
ডাঃ পরমেশ ঘোষ - (06 August 2022) 3
ভালো লাগলো, বিরহের আঁধার দূর ক’রতে রূপবতীর ঘরে সাঁঝবাতি জ্বালানো। কবি কি ভেবে কবিতাটির নাম ‘তার সানাই’ রেখেছেন, সেটা বুঝতে পারিনি। এই কবিতায় ‘চাঁদ’ Proper Noun (নাম বাচক বিশেষ্য), স্ত্রীলিঙ্গ – কবির চোখে এক নারী; তাই ‘চাঁদ’-এর বিশেষণগুলি – ‘অপরূপা’, ‘অপ্সরী’, ‘রাতপরী', ‘যে রূপবতী ঘরে সাঁঝবাতি জ্বালে’। ‘জোৎস্না’ হয় Abstract Noun (গুণবাচক বিশেষ্য) –চাঁদের গুণ, নয়তো Material Noun (বস্তুবাচক বিশেষ্য) - ‘চাঁদ’এর কিরণ বা আলো। ‘অতিতের’ শব্দটিতে বানান ভুল আছে।

0 0


Publish Date : 05 Aug 2022

Reading Time :


Free


Reviews : 1

People read : 72

Added to wish list : 0