ডাঃ পরমেশ ঘোষ - (01 December 2022)• কবিতাটি খুবই ভালো লেখা হ’য়েছে; পাঠকের মন ছুঁয়ে যাবেই; কিন্তু কবির কাছে ‘মায়া’র সংজ্ঞা কি তা স্পষ্ট নয়। কবিতাটি পড়ে পাঠকের মনে হবে, মায়া যেন নয়নের অশ্রু – সে অশ্রু কোনো স্মৃতির, কোনো আনন্দের, কোনো বেদনার, ভালোবেসে না পাওয়ার কোনো আক্ষেপের।
• কিন্তু এই প্রতিযোগিতার বিষয় – যা সত্য বলে ভুল করি, কিন্তু সত্য নয়, তা মায়া - রজ্জুতে সর্প ভ্রম। কাজেই কবিতাটি মূল বিষয় অনুযায়ী লেখা হয়নি।
• বানানের সংশোধন দরকার: বিধ্ব >> বিদ্ধ; মুক >> মূক; আত্মযাপনের >> আত্মগোপনের or দিন-যাপনের
02
শতাব্দী চক্রবর্তী - (01 December 2022)এ জগতে যা ফেলে এসেছি আমরা সেটাই তো মায়া। পুরানো প্রেম, টান, মোহ সবকিছুই মায়ায় রুপান্তরিত হয় একসময়। খুব ভালো লাগলো। "কার্নিশে জমাট বাঁধা শ্যাওলা শরীরে লেগে থাকা গন্ধের নাম মায়া" সুন্দর লিখেছেন।