মায়ার বন্ধন
ডাঃ পরমেশ ঘোষ - (01 December 2022) 2
• মনে করুণা উদ্রেক করার জন্যে কবিতাটি ভালোই লেখা হ’য়েছে। মনে হয়, কবির কাছে ‘মায়া’র অর্থ ‘করুণা’। • কিন্তু এই প্রতিযোগিতার বিষয় – যা সত্য বলে ভুল করি, কিন্তু সত্য নয়, তা মায়া - রজ্জুতে সর্প ভ্রম। এই কবিতাটি মূল বিষয় অনুযায়ী লেখা হয়নি। • কবিতাটির উপসংহার বিষয় অনুযায়ী হ’য়েছে:- ”এ জগতে সবই মায়া, মায়ার বন্ধন।“ কিন্তু এই উপসংহারটি ভিত্তিহীন; আগের লাইনগুলো থেকে এই উপসংহারে পৌঁছানো যায় না। • অ্যাপে প্রকাশিত কবিতাটির লাইনসংখ্যা ১১; অথচ ‘শপিজেন বাংলা’ গ্রুপে লেখা হয়েছে #লাইনসংখ্যা_২০ • দশম লাইনটিতে ‘কত জল বয়ে গেছে জোয়ার ভাটায় তাকে আর দেখিনি কখনো।‘-এর পরেই লাইন-ব্রেক দেওয়া উচিত ছিল; তাহ’লে অ্যাপে প্রকাশিত কবিতাটির লাইনসংখ্যা ১২ হ’তো। • প্রতিযোগিতার পোস্টে কমেন্ট হিসেবে https://shopizen.app.link/8GV4quHCnvb লিঙ্কটি দেওয়া হয়নি এখনও। • আপনি, প্লীজ, অ্যাপে প্রকাশিত কবিতাটির লাইনসংখ্যা অন্ততঃ ১২ করুন; তারপর নতুন কবিতাটির লিঙ্ক প্রতিযোগিতার পোস্টে কমেন্ট হিসেবে দিন। ‘শপিজেন বাংলা’ গ্রুপেও সংশোধিত কবিতার লিঙ্ক দিন। এর জন্যে অ্যাডমিনের অনুমতি নিতে হ’তে পরে।

0 0


Publish Date : 30 Nov 2022

Reading Time :


Free


Reviews : 1

People read : 77

Added to wish list : 0