শান্তি

শান্তি


RITA LAHIRI RITA LAHIRI
Poem
শতাব্দী চক্রবর্তী - (04 December 2022) 3
এখানে "মায়া" বিষয়বস্তুটি অতটা প্রতিফলিত হয়নি। প্রতিশ্রুতিহীন ভালোবাসা হলে তার প্রতি টান কি করে থাকবে। এখানে ব্যাপারটা হল প্রেমিক এসেছিল, আছে আবার চলে যাবে। কিন্তু মনের মানুষ চলে গেলে একাকী কি শান্তি পাওয়া যায়! ভাষা বিন্যাস সুন্দর কিন্তু তেমন করে মন টানলো না বিষয়বস্তু প্রেক্ষাপটে। আপনার কলম ক্ষুরধার সে আমরা জানি।

0 1

ডাঃ পরমেশ ঘোষ - (02 December 2022) 2
• কবিতাটিতে ‘মায়া’ শব্দটির উল্লেখ হ’য়েছে মাত্র একবার: ‘একদিন তুমি চলে যাবে মায়ার বাঁধনে আমাকে জড়িয়ে রেখে।‘ • তুমি চলে যাবার পর ‘শান্তি নামবে বিশ্ব চরাচরে।‘ কবিতাটির নামকরণের সার্থকতা দেখানোর জন্যে কেবল কবিতাটির শেষ পংক্তিতে ‘শান্তি’ শব্দটি ব্যবহৃত হ’য়েছে। • কবিতাটি পড়লে মনে ‘তুমি’ কবির মনে কোনো যুদ্ধ, কোনো বিপ্লব জাগিয়েছিলে; তুমি চলে যাবার পর শান্তি নামবে। • প্রতিযোগিতার বিষয় মায়া; ‘মায়া’র সংজ্ঞা:- কোনো বস্তু বা বিষয় প্রকৃতই যা নয় সেভাবে প্রতিভাত হবার নামই হ’লো মায়া। ‘শান্তি’ কবিতাটি এই বিষয়ে লেখা হয়নি। • অ্যাপে প্রকাশিত কবিতাটির লাইনসংখ্যা ২০; অথচ ‘শপিজেন বাংলা’ গ্রুপে লেখা হয়েছে #লাইন_সংখ্যা : ১৬।

0 1


Publish Date : 02 Dec 2022

Reading Time :


Free


Reviews : 2

People read : 62

Added to wish list : 0