শতাব্দী চক্রবর্তী - (04 December 2022)কবিতাটির উপমা, শব্দ প্রয়োগ দুর্দান্ত। মাঝের স্তবকটি দারুণ লেগেছে। "শীতের রোদ্দুরের মতো হয়তো মায়ায় ঘেরা জাহাজ/ দূর দিগন্তে ভেসে আসা সুরের মূর্ছনায় ভগ্ন ঋতুরাজ" অপূর্ব। কিন্তু "মায়া" বিষয়টি এখানে তেমন প্রয়োগ হয়নি। "মায়া " দর্শনের বিষয়বস্তু ঠিকই কিন্তু আমাদের এখনকার ভাবধারায় চলতি কথায় মায়া মানে পিছুটান। ঠিক স্পষ্টভাবে পেলাম না। তবে সুন্দর লেখনী বিন্যাস তারিফ রাখে। অনেক শুভেচ্ছা রইল।
11
ডাঃ পরমেশ ঘোষ - (04 December 2022)• প্রতিযোগিতার বিষয় মায়া; ‘মায়া’র সংজ্ঞা:- কোনো বস্তু বা বিষয় প্রকৃতই যা নয় সেভাবে প্রতিভাত হবার নামই হ’লো মায়া। ‘ফিরে আসি আবার’ কবিতাটি পড়ে মনে হয়, কবিতাটি এই বিষয়ে লেখা হয়নি। কবিতাটিতে কবি কোথা থেকে কোথায় ফিরে এলেন, তা অনুভব করা পাঠকের পক্ষে দুরূহ।
• কবিতাটিতে ‘মায়া’ শব্দটির উল্লেখ হ’য়েছে মোট তিনবার। ১) ‘উদ্যত পায়ের পাতায় মায়ার নূপুরের স্নিগ্ধ কলতান।‘ – এ নূপুর কি কল্পিত? ২) ‘শীতের রোদ্দুরের মতো হয়তো মায়ায় ঘেরা জাহাজ’ – জাহাজের যাত্রীরা কি চার পাশের জলরাশির মধ্যে কোনো স্বপ্ন দেখছে? ৩) ‘মায়ার বাঁধনের আলগা ক্ষণে হৃদয়ের ভীষণ কাছাকাছি।‘ – এখানে ‘মায়া’র অর্থ ‘ভালবাসা’।
• কবি যা দেখছে পাঠক হয়তো তা দেখবে না; কবি যা অনুভব ক’রছে পাঠক হয়তো তা অনুভব ক’রবে না, কবিতার মাধ্যমে কবি ও পাঠকের যোগাযোগ না হ’লে।