ডাঃ পরমেশ ঘোষ - (06 December 2022)• প্রতিযোগিতার বিষয় মায়া; ‘মায়া’র সংজ্ঞা:- কোনো বস্তু বা বিষয় প্রকৃতই যা নয় সেভাবে প্রতিভাত হবার নামই হ’লো মায়া। ‘চিরন্তন’ কবিতাটি এই সংজ্ঞা অনুযায়ী অন্ততঃ কিছুটা লেখা হ’য়েছে।
• নদীর সাগর হওয়ার মধ্যে, উপন্যাসিকার মায়া থেকে পরম সত্যের উপলব্ধিতে, আমার অধিকারের মায়ার বিসর্জন ইত্যাদির মাধ্যমে কবি মায়া থেকে সত্যের অন্বেষন ক’রেছেন।
শতাব্দী চক্রবর্তী - (05 December 2022)বাহ অপূর্ব লিখেছেন দাদা। "জীবনের হলদে পাতায় কোনকিছুই হল না তো সঞ্চয়" "ভেতরে ভেতরে যুদ্ধ শুরু হয় কেউ নেই কোথা কিছু নেই"। এই লাইনগুলো সত্যিই প্রমাণ " তুই ফেলে এসেছিল যারে মন মন রে আমার" --- আমাদের হাসি কান্না সুখ দুঃখের কয়েকটি দিন পার করার নামই বেঁচে থাকা আর বেঁচে থাকাটা বেঁধে রাখে যে অদৃশ্য সুতো তার নাম মায়া। মায়ার বাঁধন এড়ানো কঠিন বড়। খুব সুন্দর লিখেছেন। এই কি মায়া নাকি অন্য নাম আছে তার। শেষের স্তবকটি উপসংহার হল যথার্থ।
00
Saswati Ghatak - (05 December 2022)ভীষণ ভীষণ সুন্দর লেখা।