ডাঃ পরমেশ ঘোষ - (06 December 2022)• অকালে হারানো মায়ের কথা ভীষণ মনে পড়ে, বিশেষ ক’রে, যখন এসেছে যাওয়ার পালা মায়ার সংসার ছেড়ে – কবির এই অনুভব ফুটিয়ে তোলা হ’য়েছে কবিতাটিতে।
• প্রতিযোগিতার বিষয় মায়া; ‘মায়া’র সংজ্ঞা:- কোনো বস্তু বা বিষয় প্রকৃতই যা নয় সেভাবে প্রতিভাত হবার নামই হ’লো মায়া। ‘মাগো!’ কবিতাটি এই সংজ্ঞা অনুযায়ী লেখা হয়নি।
• কবিতাটিতে ‘মায়া’ শব্দটির উল্লেখ হ’য়েছে মোট দুবার; ‘মায়াময়’ শব্দটির উল্লেখ হ’য়েছে মোট দুবার।
• প্রতিবারই ‘মায়া’ বা ‘মায়াময়’ শব্দটি ব্যবহৃত হ’য়েছে ‘ভালবাসা’ বা ‘ভালবাসায় ভরা’ বোঝাতে।
• comma (,)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। উদাহরণ:- “চন্দ্রিমা,দুধেল”, “সংসারে,নিজে”, “মাগো,আজ”, “নাও,সব”, “বাঁধা,সব”, “বন্ধন,তোমার”, ইত্যাদি