ডাঃ পরমেশ ঘোষ - (01 December 2022)• কবিতাটির মূল বক্তব্য - ‘নিয়মের হাতে বৃথা মায়ায় আবদ্ধতা হয়না এটার মিরাকেল’।
• এই প্রতিযোগিতার বিষয় – যা সত্য বলে ভুল করি, কিন্তু সত্য নয়, তা মায়া। কাজেই কবিতাটি মূল বিষয় অনুযায়ী লেখা হয়নি।
• ‘শপিজেন বাংলা’ গ্রুপে কবিতাটি প্রকাশিত হয়নি কেন?
• comma (,)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। উদাহরণ:- “করায়,ফেলে”,ইত্যাদি
• বানানের সংশোধন দরকার: স্থায়ি >> স্থায়ী; কিনারেএসেও >> কিনারে এসেও; পরশুঅন্যকারোর >>পরশু অন্য কারোর ইত্যাদি
• Quote sign (“)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। উদাহরণ:- বর্তমানে”কেন,ইত্যাদি
• কয়েকটি শব্দের প্রয়োগ সঠিক কিনা সন্দেহ আছে। উদাহরণ:- দন্ধে, ব্যাসার্ধে, পরিপাট্যে, আবদ্ধে,
বাংলা ভাষার আন্তরিক ভালোবাসা টানে সাহিত্যের প্রতি যে আকর্ষণ অনুভব করি তাতেই আবেগ রা কথা বলে ওঠে।গানের কলি নৃত্যের মুদ্রা মন কে অলংকৃত করে।এই জীবন তাঁর করতলে আমি ধন্য তাঁর আশীর্বাদ পেয়ে
বাংলা ভাষার আন্তরিক ভালোবাসা টানে সাহিত্যের প্রতি যে আকর্ষণ অনুভব করি তাতেই আবেগ রা কথা বলে ওঠে।গানের কলি নৃত্যের মুদ্রা মন কে অলংকৃত করে।এই জীবন তাঁর করতলে আমি ধন্য তাঁর আশীর্বাদ পেয়ে