ডাঃ পরমেশ ঘোষ - (28 November 2022)• কবিতাটির মূল বক্তব্য - পরিযায়ী শ্রমিকের ‘সঞ্চয়ের জমা খাতা ভরে রয় জন্মভূমির অদৃশ্য মায়ার বাঁধন’। এই প্রতিযোগিতার বিষয় – সত্য আর মায়ার তফাৎ; কাজেই কবিতাটি মূল বিষয় অনুযায়ী লেখা হয়নি।
• comma (,)এর কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। উদাহরণ:- “ফিরছে,রাত”, “রয়,জ্বালাধরা” ইত্যাদি
• বানানের সংশোধন দরকার: ব্যাথাদের >> ব্যথাদের; মায়াজুড়ে >> মায়া জুড়ে ইত্যাদি