শতাব্দী চক্রবর্তী - (01 December 2022)এখানে মায়াটাকে তুমি ছোট ছোট দৃষ্টান্ত দিয়ে স্থাপন করেছ। শিশু যখন জন্মায় তখন মায়া ডোরে ঘিরে ফেলি আমরা, একটু বড় হলে বাবার মায়া সে বড় হয় আবদার পূরণ করে বাবা, পুরাতন বাড়ি ভাঙে যখন প্রোমোটার বিধবা বুড়ি পুরানো স্মৃতি আঁকড়ানো বাড়ির মায়ায় সে কাঁদে, তাই এ জীবনের সব কিছু পিছুটান অনিরুদ্ধ আবেগই হল মায়া। লিখেছ কিন্তু কোথাও সেই কাব্যিক ছন্দময়তার অভাব পেলাম। বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছ। দিদি অনেক শুভেচ্ছা।
11
ডাঃ পরমেশ ঘোষ - (30 November 2022)• কবিতাটির মূল বক্তব্য – “মায়া বড়ো অসহায় হয়ে সয়ে চলে যাতনা নীরবে”, “ছোটো ছোটো মায়াগুলো একাত্ম হয়ে গড়ে ওঠে দুরন্ত অভিলাষে জেগে ওঠে জিজীবিষা।“ এখানে ‘মায়া’র অর্থ মমতা বা ভালোবাসার টান। মা, বাবা, এমনকি পুরোনো বাড়ীটার সঙ্গে ভালোবাসার টান মানুষকে প্রেরণা দেয় বাঁচতে।
• এই প্রতিযোগিতার বিষয় – যা সত্য বলে ভুল করি, কিন্তু সত্য নয়, তা মায়া। কাজেই কবিতাটি মূল বিষয় অনুযায়ী লেখা হয়নি।