ডাঃ পরমেশ ঘোষ - (28 February 2023)• ভালো লাগলো ছেলেবেলার স্কুলজীবনের স্মৃতি রোমন্থন।
• কবিতার শিরোনাম আর কবিতার প্রথম লাইন একই - ‘আড্ডা টা হারিয়ে গেল’। এই লাইনটি কি লাইনসংখ্যা ২৬এর মধ্যে ধরা হ’য়েছে? কবিতাটির লাইনসংখ্যা ২৬ নয়, ২৯।
• কয়েকটি ভুল সংশোধন ক’রলে ভালো হয়। কয়েকটা উদাহরণ দিলাম:- ‘আড্ডা টা’ >> ‘আড্ডাটা’, ‘বাপন্ত’ >> ‘বাপান্ত’, ‘ফাতনা টা’ >> ‘ফাতনাটা’ ইত্যাদি
• কয়েক জায়গায় জিজ্ঞাসার চিহ্ন (?), কমা (,) বা দাঁড়ি (।)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- “সহেলী,দীপা,কবীর”, ”মাছ,মাছ’বলে”, “ভালোবাসে,কে”, “বয়েস,বাবা” ইত্যাদি