ডাঃ পরমেশ ঘোষ - (05 March 2023)• অ্যাপে প্রকাশিত কবিতায় লাইন-ব্রেকগুলো ঠিকমতো দেওয়া হয়নি ব’লে, লাইনসংখ্যা ৩৮ না হ’য়ে ৪৫ হ’য়েছে। কেবল এই ভুলের জন্যেই এত ভালো লেখা কবিতাটি বাতিল হ’তে পারে।
• ভালো লাগলো স্মৃতির কুলুঙ্গিতে সযত্নে গুছিয়ে রাখা মেয়েবেলার ‘নস্টালজিয়া’র ছবি আঁকা শুধু কবিতার মাধ্যমে।
• কবিতাটির শিরোনাম ‘জিয়া নস্টাল’; কবি কি nostalgia বোঝাতে চাইছেন? তাহ’লে ‘নস্টালজিয়া’ লিখলেন না কেন? শ্রীজাত-এর লেখা 'হিয়া টুপটাপ জিয়া নস্টাল’ থেকেই কি এই নামকরণ?
• কয়েকটি ভুল সংশোধন ক’রলে ভালো হয়। কয়েকটা উদাহরণ দিলাম:- ‘নিরুদেশের’ >> ‘নিরুদ্দেশের’, 'দুরে’ >> 'দূরে’, ‘পাট ভাঙা’ >> ‘পাটভাঙা’, ‘রোজ নামচায়’ >> ‘রোজনামচায়’, ‘পঞ্চ পাণ্ডবের’ >> ‘পঞ্চপাণ্ডবের’, ‘সামন্তরাল’ >> ‘সমান্তরাল’, ‘সংযোগ বিহীন’ >> ‘সংযোগবিহীন’, ইত্যাদি
• কয়েক জায়গায় কমা (,)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- “অগোছালো,এলোমেলো”, “কেউ,ফেরে”, “মা,কাকিমার”, “ঝগড়া,কলহ,বিবাদের”, “ওড়ে,সতর্কে”, “যুবক,টান”, “নস্টাল,আমার”, “টিফিন,ওনার”, ইত্যাদি
00
Saswati Ghatak - (05 March 2023)ভালো লাগলো পড়ে দিদিভাই।