ডাঃ পরমেশ ঘোষ - (06 March 2023)• অতীতের গ্রাম্য পরিবেশের একান্নবর্ত্তী পরিবারে ফিরে যেতে চেয়েছেন কবি; তাই কবিতাটির শিরোনাম “পিছুডাক”।
• অনেক জায়গায়, একটি শব্দ ও পরবর্ত্তী দাঁড়ির মধ্যে অহেতুক ফাঁক রাখা হয়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- ‘হাতছানিতে ।’ >> ‘হাতছানিতে।’, ‘বেশ ।’ >> ‘বেশ।’, ইত্যাদি
• অনেক জায়গায়, একটি শব্দ ও পরবর্ত্তী কমার মধ্যে অহেতুক ফাঁক রাখা হয়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- “লুডো , ক্যারম , দেদার” , “হুল্লোড় ,”, “হাঁড়ি ,” ইত্যাদি