রিটায়ার্ড ডেপুটি জেনারেল ম্যানেজার, ও এন জি সি। লেখক, পাঠক, বইপ্রেমী, ঘুরতে ভালবাসি। ২০১৪ থেকে লেখালিখির জগতে আছি। প্রত্যেক বছর কলকাতা বইমেলাতে একটি / দুটি বই বেরোয়।
এ পর্যন্ত লেখা বইয়ের সংখ্যা ৮ (আট)।
লকডাউনে লেখালিখির সাথে, গান গাইবার ইচ্ছে জাগে। আমি গান শিখি নি, সুরের জগতের সাথে আমার...More
রিটায়ার্ড ডেপুটি জেনারেল ম্যানেজার, ও এন জি সি। লেখক, পাঠক, বইপ্রেমী, ঘুরতে ভালবাসি। ২০১৪ থেকে লেখালিখির জগতে আছি। প্রত্যেক বছর কলকাতা বইমেলাতে একটি / দুটি বই বেরোয়।
এ পর্যন্ত লেখা বইয়ের সংখ্যা ৮ (আট)।
লকডাউনে লেখালিখির সাথে, গান গাইবার ইচ্ছে জাগে। আমি গান শিখি নি, সুরের জগতের সাথে আমার সম্পর্ক শুধু কান আর হৃদয়ের অনুভুতি মিলিয়ে। আজকাল গান গাইবার অনেক প্রকার অ্যাপ্লিকেশন বেরিয়েছে। তারই একটিকে মাধ্যম করে নিজের সুপ্ত ইচ্ছেকে একটু বাইরে আসার সুযোগ দেবার চেষ্টা করেছি। যারা শুণছেন বা শুণবেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Book Summary
আমি কবিতা লিখতে পারি না, যদিও ভাবতে পারি গভীরে। ছন্দ যতি মিল মিশিয়ে, কবিতা লেখা আমার দ্বারা সম্ভব নয়।
তবুও মনের কিছু কিছু অবস্থায়, ভাবনার আবেগ, সে সব বাধাকে পিছনে ফেলে কলমের গোড়ায় চলে আসে, কখনও কখনও।
এই বই, সেই ভাবনারই সাদা কালো রূপ। এতে কবির মেধা যতটা আছে, তার চেয়ে একটু বেশি আছে, এক হারিয়ে যাওয়া সত্তার যন্ত্রণার অনুভুতি।
পড়ার জন্য সামান্য সহৃদয়তাটুকুই কেবল চেয়ে নিচ্ছি।
পাঠকই শেষ কথা।