ডাঃ পরমেশ ঘোষ - (01 August 2023)• ভালো লাগলো – ‘যৌবনে তারা বুঝতে পারলো প্রেমে পড়েছে - ইচ্ছে করলো দুজনে বৃষ্টিতে ভিজে ভিজে গান করতে এবং সুখ সাগরে দেশে ভাসতে’।
• "বৃষ্টিভেজা প্রেমের কবিতা" – এই বিষয়ে লেখা আমার তিনটি কবিতার প্রত্যেকটিকে, প্লীজ, নীচে দেওয়া লিঙ্কে ক্লিক ক’রে অ্যাপ থেকে পড়ুন এবং অ্যাপেই কবিতাটির পর্য্যালোচনা ক’রে কমেন্টবক্সে ভালো/ খারাপ/ যা খুশী নিজের মন্তব্য লিখুন। (১)‘বৃষ্টিতে নানা ছন্দের প্রেম’ - https://shopizen.app.link/i1nrRG8QBBb
(২)‘শীততাপ নিয়ন্ত্রিত’ - https://shopizen.app.link/31gzEFkRBBb (৩)‘পরীক্ষার আগে বর্ষণমুখর সেই রাত’ - https://shopizen.app.link/qZfFagoRBBb
ছেলেবেলায় দুজনে খেলার সঙ্গী ছিল, একসঙ্গে তারা খেলাধুলা করতো বৃষ্টিতে ভিজতো, খুব আনন্দ করতো কিন্তু একটা সময় তারা যখন যৌবনে পরিণত হলো তখন বুঝতে পারলো প্রেমে পড়েছে।তখন ইচ্ছে করছে দুজনে বৃষ্টিতে ভিজে ভিজে গান করতে এবং সুখ সাগরে দেশে ভাসতে।