কবি পরিচিতি-
কবি সুব্রত মিত্র পূর্ববঙ্গের বরিশাল জেলার পিরোজপুর উপজেলার স্বরূপকাঠী থানার মাদ্রা-ঝালকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা শ্রী সুকুমার মিত্র।মাতা স্বর্গিয়া কাজল মিত্র।কবি ছোটবেলা হতেই বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে নিজেকে এতদূর বয়ে আনতে সক্ষম হয়েছেন।কবির জন্মের...More
কবি পরিচিতি-
কবি সুব্রত মিত্র পূর্ববঙ্গের বরিশাল জেলার পিরোজপুর উপজেলার স্বরূপকাঠী থানার মাদ্রা-ঝালকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা শ্রী সুকুমার মিত্র।মাতা স্বর্গিয়া কাজল মিত্র।কবি ছোটবেলা হতেই বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে নিজেকে এতদূর বয়ে আনতে সক্ষম হয়েছেন।কবির জন্মের একবছর পরেই কোলকাতায় আগমন,এবং মাত্র দুবছর বয়সেই কবির মা মারা যান।কবি সুব্রত মিত্রের শিক্ষাগত যোগ্যতা অন্য সমস্ত ব্যক্তিদের মতন কোন শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডির মধ্য থেকে বিচার করার মতন নয়।কবি সুব্রত মিত্র শিশুকালে মাতৃহারা হওয়ায় ওনার জীবন এতটাই ছন্নবিচ্ছন্ন হয়ে পড়ে যে এই কবির নিজের প্রমাণস্বরূপ কোন জন্ম তারিখ পর্যন্ত নেই।জন্ম তারিখ হিসেবে ১৯৮৩সালের ১৫ই অক্টোবর এটি কবিরই দেওয়া একটি কাল্পনিক জন্মতারিখ।কবি বাস্তব জীবনের প্রতিকূলতাকে ডিঙিয়ে তার স্কুলজীবনকে মাধ্যমিক স্তরের উর্ধে নিয়ে যেতে অক্ষম হয়েছেন।কবি সুব্রত মিত্র ছোটবেলা থেকেই খুব মেধাবী এবং কবিতা আবৃত্তি, একক অভিনয়,উপস্থিত বক্তৃতা,যুক্তিতর্ক প্রতিযোগিতায় পারদর্শী ছিলেন।তিনি মূলতঃ কবি হলেও সাহিত্যের অন্যান্য বিষয়গুলোতেও তার অবাধ বিচরণ রয়েছে।যেমন-নানান ধরণের ছড়া,ছোট গল্প,প্রবন্ধ,নিবন্ধ রচনায় তার অসামান্য দক্ষতার পরিচয় পাওয়া যায়।তার লেখা বিশেষ উল্লেখযোগ্য কবিতাগুলি হলো-কাব্যের বিস্তার যেথায়,পৃথিবীর নাম হবে জাতিস্মর,বিশ্রাম দেয়নি কেউ আমারে,প্রতিষেধক হতে হবে,চোখে দেখা নগরী,হুঁশ মরে বেহুঁশে,অসহযোগ,নির্বাসন, দুঃসময়,নিস্পৃহা প্রভৃতি।বিভিন্ন সাহিত্য পত্রিকার মাধ্যমে কোলকাতা আন্তর্জাতিক বইমেলা সহ আরও অন্যান্য অগণিত সাহিত্য পত্রিকায় এই কবির লেখা প্রকাশিত হয়েছে।এযাবৎ তিনি যেসমস্ত সন্মান ও পুরস্কারগুলি পেয়েছেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো - মুক্তি সূর্য সাহিত্য পত্রিকার অভিজ্ঞান পত্র, ২০১৭সালে -সারা ভারত সমর সাহিত্য ও সংস্কৃতির বিজয়া সম্মেলনের বিশেষ শংসাপত্র,২০১৮সালে নীল কাগজের নৌকো লিটল ম্যাগাজিন সাহিত্য পত্রিকার শংসাপত্র, কবিতা উৎসব ২০১৯ ও কাব্যতরি ভাষা সাহিত্য সংহতি সন্মাননা প্রদান,সাহিত্যের সৌজন্যের পক্ষ থেকে গুণীজন সন্মাননা পত্র।এবং আরও অন্যন্য ।বর্তমানে তিনি বেশ কিছু অনলাইন নিউজ ম্যাগাজিন,অনলাইন পোর্টালের নিয়মিত লেখক।এছাড়াও তিনি ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ার অনলাইন সাহিত্যচর্চায় দেশ বিদেশের অজস্র সাহিত্য পরিবারের পক্ষ থেকে প্রায় কয়েকশো অনলাইন পুরস্কার এবং লেখনী সম্মান অর্জন করে ফেলেছেন। বর্তমানে দক্ষিণ কোলকাতার গড়িয়া নতুন দিয়াড়ার বাসিন্দা এই কবি জীবন থেকে তেমন কিছুই না পাওয়ার ফলে জীবনের কথাগুলোই তার কবিতায় রেখে যেতে চান।
Book Summary
রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির ওপর কবির দৃষ্টিভঙ্গি