সৌরদীপ অধিকারী - (10 January 2025)অত্যন্ত সুন্দর লেখনী! একটা পরামর্শ রয়েছে, চতুর্থ লাইনটা একটু খেয়াল করবেন। আরও লেখা পড়তে চাই। আমাকে শপিজেনে অনুসরণ করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।
মল্লিকা রায় / বারাসাত
ফোন নম্বর 9330781877
এটাই আমার গুগুল পে ও ফোন পে নাম্বার। বারাসাত উ:24 পরগণা আমার বসতবাটি, স্বামী মৃত, লেখালেখিই বর্তমান সময় যাপন, ইতি পূর্বে শপিজেন থেকে আমার একটি বই 'একের ভেতর তিন' তিনটি উপন্যাস সংকলন প্রকাশিত হয়। এছাড়া দীর্ঘ 12 বছর ধরে ষান্মাষিক পদক্ষেপ সাহিত্য...More
মল্লিকা রায় / বারাসাত
ফোন নম্বর 9330781877
এটাই আমার গুগুল পে ও ফোন পে নাম্বার। বারাসাত উ:24 পরগণা আমার বসতবাটি, স্বামী মৃত, লেখালেখিই বর্তমান সময় যাপন, ইতি পূর্বে শপিজেন থেকে আমার একটি বই 'একের ভেতর তিন' তিনটি উপন্যাস সংকলন প্রকাশিত হয়। এছাড়া দীর্ঘ 12 বছর ধরে ষান্মাষিক পদক্ষেপ সাহিত্য পত্রিকার সম্পাদিকা। আগামী কিছুদিনের মধ্যেই আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হতে চলেছে আমার পরবর্তী গল্প সংকলন। এটিই আমার হোয়াটস এপ নাম্বার।
লগইন করতে ফোন নাম্বারে কোড সিস্টেম চালু করুন।
Book Summary
দুটি কবিতা পড়ে দেখুন ভাল লাগবে। একসময় আমি শপিজেনের
নবপত্রিকায় একটি লেখা দিতে চেয়েছিলাম, আমাকে বলা হয় আমার লেখা নবপত্রিকায় দেবার মত স্ট্যন্ডার্ড নয়। যিনি বলেছিলেন জানি না তার লেখালেখির ধরণ ঠিক কেমন তবে তিনি আমাকে চরম অপমান করেছিলেন। ????????