আমি অরিজিতা ঘোষ।আমি একজন চাকুরিজীবী। চাকরি সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি ঘুরতে খুব পছন্দ করি। ছবি তোলা আমার প্রিয় হবির মধ্যে একটি। কাউকে কিছু বলার জন্যই শুরু করে ছিলাম লেখা। ভাবিনি কোনো দিন সেই লেখাই হয়ে উঠবে আমার পরম সাথী।
নিজের না বলা অনেক কথা তাই ফুটিয়ে তুলি...More
আমি অরিজিতা ঘোষ।আমি একজন চাকুরিজীবী। চাকরি সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি ঘুরতে খুব পছন্দ করি। ছবি তোলা আমার প্রিয় হবির মধ্যে একটি। কাউকে কিছু বলার জন্যই শুরু করে ছিলাম লেখা। ভাবিনি কোনো দিন সেই লেখাই হয়ে উঠবে আমার পরম সাথী।
নিজের না বলা অনেক কথা তাই ফুটিয়ে তুলি কবিতার আকারে।
আর আমার এই লেখার পেছনে যারা ওতপ্রোত ভাবে আছেন তারা হলেন আমার পরিবার,আমার মনোবল।
Book Summary
তোমার দূরে চলে যাওয়া,
ছিলনা কোনদিনই কাম্য।
কাম্য ছিল শুধুই তোমাকে পাওয়া।।