পরিচিত: লেখিকা স্থিতা সংস্থিতার 'লেখিকা' হিসেবে আত্মপ্রকাশ ২০১৬ সালে ফেসবুক ম্যাগাজিন ইচ্ছে ডানার মাধ্যমে। তারপর বার্ণিক প্রকাশনা থেকে প্রথম একক ছোটগল্প গ্রন্থ 'ভার্জিনিটি'র প্রকাশ ২০১৭ সালে। এর পাশাপাশি কবিতা গ্রন্থ 'মন ছুঁতে চেয়ে', 'শাওনে সিক্ত দুজনে' প্রকাশিত হয়। অন্বেষা প্রকাশন...More
পরিচিত: লেখিকা স্থিতা সংস্থিতার 'লেখিকা' হিসেবে আত্মপ্রকাশ ২০১৬ সালে ফেসবুক ম্যাগাজিন ইচ্ছে ডানার মাধ্যমে। তারপর বার্ণিক প্রকাশনা থেকে প্রথম একক ছোটগল্প গ্রন্থ 'ভার্জিনিটি'র প্রকাশ ২০১৭ সালে। এর পাশাপাশি কবিতা গ্রন্থ 'মন ছুঁতে চেয়ে', 'শাওনে সিক্ত দুজনে' প্রকাশিত হয়। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল কবিতা গ্রন্থ 'হৃদয় এক্সপ্রেস' প্রকাশিত হয়। ২০১৯ এ সোনাঝরি প্রকাশনা থেকে প্রকাশিত হয় 'স্বয়ংসম্পূর্ণা' একক গল্প গ্রন্থ। পাশাপাশি আখরকথা প্রকাশনা থেকে 'পুংচরিত - গল্প সংকলন' টি সম্পদনা করেন এবং সফল হন।
অন্বেষা প্রকাশন থেকে 'অন্বেষা কবি গৌরব সম্মান ১৪২৫', 'অন্বেষা বিশেষ সাহিত্য সম্মান ২০২০' লাভ করেন। লেখিকার লেখা 'এমন কি বড় ব্যাপার' ২০১৭ সালে, 'পদক্ষেপ', ২০১৮ সালে ফিল্ম কন্টেন্ট রাইটিং-এ স্ক্রিনশর্ট ফেস্টে বিশেষ সম্মান লাভ করেন। ২০২০ তে 'ফ্রেন্ডলিস্ট এডিটেড' গল্পটি স্ক্রিনশর্ট ফেস্ট ২০২০ তে ফিল্ম কন্টেন্ট রাইটিং অ্যাওয়ার্ড, ফাস্ট রানার আপের সম্মান লাভ করে।
লেখিকা নিজস্ব একক গ্রন্থের পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন, সংকলনে লেখালিখি করেন ও বিভিন্ন সংকলন সম্পাদনার কাজ করেন। সম্প্রতি লেখিকার থ্রিলার গল্প 'প্রতিশোধের গন্ধ' প্রথম সারির ম্যাগাজিন নবকল্লোল মে সংখ্যা ২০২০ তে প্রকাশিত ও প্রশংসিত হয়েছে।
Book Summary
যারা খ্রীষ্টান নন, তাদের খ্রীষ্টান শব্দটা শুনলেই যে ছবি মনে আসে, তা হল ক্রশবিদ্ধ যীশু। আর আজ সেই দিন, যে দিন যীশুখ্রীষ্টকে ক্রুশে দেওয়া হয়েছিল। আজকের এই দিনটাকেই বলা হয় "গুড ফ্রাইডে" বা "পুণ্য শুক্রবার"। আর এই গুড শব্দটা শুনলেই অন্য ধর্মালম্বীদের যারা এই দিনটা সম্বন্ধে জানান না, তাদের মনে হয় এই দিনটা আনন্দের দিন। তবে বর্তমানে অনেকেই এটা বুঝেছেন সেটা নয়। তবে এই দিনটা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। বহু প্রশ্ন আসে তাদের মনে। অনেকেই আমার কাছে দিনটা সম্পর্কে জানতে চেয়েছেন। আজ তাই ভাবলাম লিখি কিছু। আমি আপনাদের জানিয়ে রাখি আমি জন্মসূত্রে একজন খ্রীষ্টান। তবে আমি মানবধর্মে বিশ্বাসী। সব ধর্মের মধ্যেই কিছু গোঁড়ামি থাকে। সেই গোঁড়ামিটা বাদ দিলে কিন্তু সব ধর্মই মিলেমিশে যেতে পারে। আর গোঁড়ামিই আমাদের একে অপরের থেকে আলাদা করে রেখেছে। আমার কাছে সব ধর্মই সমান।