আমি সম্পা রায় মন্ডল। ডুয়ার্সে পাহাড়ের কোলে অবস্থিত এক চা বাগানে জন্ম ও বেড়ে ওঠা একটি সাধারণ মেয়ে। বর্তমানে অতিসাধারণ গৃহবধূ।বাবার অনুপ্রেরণায় ছোটো থেকেই গল্পের বইয়ের সাথে সখ্যতা। এখন গল্পের বই আমার জীবনীশক্তি একাকিত্বের সাথী। খেলার ছলেই ছোটোমোটো কবিতা গল্প লিখতাম। বন্ধুরা...More
আমি সম্পা রায় মন্ডল। ডুয়ার্সে পাহাড়ের কোলে অবস্থিত এক চা বাগানে জন্ম ও বেড়ে ওঠা একটি সাধারণ মেয়ে। বর্তমানে অতিসাধারণ গৃহবধূ।বাবার অনুপ্রেরণায় ছোটো থেকেই গল্পের বইয়ের সাথে সখ্যতা। এখন গল্পের বই আমার জীবনীশক্তি একাকিত্বের সাথী। খেলার ছলেই ছোটোমোটো কবিতা গল্প লিখতাম। বন্ধুরা উৎসাহীত করলেও মজা করছে ভেবে আমল দেইনি। খুব কাছের কিছু মানুষ একপ্রকার জোর করেই কিছু কিছু গল্প কবিতা লিখিয়ে নিতে লাগলো।তারপর কখন যে লেখালেখিটা নেশা হয়ে গেল বুঝতেও পারিনি।
Book Summary
তিনজনের মাথায় একটাই চিন্তা আসে কি হল হঠাৎ মুখুজ্জে বাড়িতে! কেউ তো মারা যায়নি। তবে কি বাড়িতে কোনো অঘটন!