অমিয় কুমার রীত, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। কবিতা, গল্প, নাটক, উপন্যাস পড়তে ও লিখতে ভালবাসি। নেশা ---ছবি আঁকা, আবৃত্তি করা, নাট্যভিনয় করা, হস্তশিল্পের যুক্ত থাকা। সাহিত্য অঙ্গনে আমার সৃজন সম্ভার ছড়িয়ে দিই-- পাঠকদের মনে ধরা আমার মাধুকরী।
অমিয় কুমার রীত, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। কবিতা, গল্প, নাটক, উপন্যাস পড়তে ও লিখতে ভালবাসি। নেশা ---ছবি আঁকা, আবৃত্তি করা, নাট্যভিনয় করা, হস্তশিল্পের যুক্ত থাকা। সাহিত্য অঙ্গনে আমার সৃজন সম্ভার ছড়িয়ে দিই-- পাঠকদের মনে ধরা আমার মাধুকরী।
Book Summary
আপনাকে নিয়ে বিব্রত থাকতে থাকতে জীবনটা এতটাই সঙ্কুচিত হয়ে গেছে যে ভুলে গেছি শৈশবের বর্ণময় দিন। আমাদের সন্তানদের আমরা চিনি, আর অন্যদের থেকে অদৃশ্য প্রাচীর নির্মাণ করি। আদরে আদরে অন্যদের নকল করার প্রবণতা প্রবেশ করে আমাদের ভাষা, আচরণ আর রুচিতে। আমাদের নিজস্ব সংস্কৃতি কখন যে হারিয়ে যায় আমরা দেখি না।