শুভজিৎ রায় - (08 May 2021)মানে সত্যি বলতে কী গল্প টা পড়ে আমি শেষ দিকে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। অনেক ভালোবাসা র গল্প পড়েছি তবে এই ধরনের গল্প প্রথম। এই গল্প থেকে বোঝা যায় ভালোবাসার থেকে শক্তি শালী আর কিছু নেই, ভালোবাসার থেকে বড় ঔষধ আর কিছু নেই। ভালোবাসা থাকলে যমরাজ ও তাকে ছুঁতে পারেনা, যেন গঙ্গার পবিত্র জল। অসাধারণ, অনন্য সৃষ্টি।❤️❤️❤️❤️❤️