পেশায় উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা এবং নেশায় লেখিকা।
Book Summary
বিয়ের চব্বিশ ঘণ্টার মধ্যে তালাক হয়ে যাওয়া মেয়েটির কাহিনী প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় তথাকথিত শিক্ষিত সমাজকে। পুঁথিগত শিক্ষাই কী প্রকৃত শিক্ষার আধার? একইসাথে সমাজের অনেকগুলো ভালোমন্দ দিককে তুলে ধরে এই কাহিনী- কন্যাসন্তানের প্রতি বৈষম্য, অন্ধ সন্তানস্নেহের কুফল, পণ প্রথা; অপরদিকে ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা, সর্বোপরি এক অবহেলিত নারীর ঘুরে দাঁড়ানোর কাহিনী। (বি দ্রঃ- এটি একটি বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে লিখিত কাহিনী। পরিচয় গোপন রাখতে কেবলমাত্র মূল চরিত্রের নাম পরিবর্তন করা হয়েছে।)