রাজকুমার একজন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ ছেলে।
১৯৯০ সালের ১২ই ডিসেম্বর জন্ম কলকাতাতে।তারপর ধীরে ধীরে বড় হয়ে ওঠা মা বাবার ছত্রছায়ায়।
লেখার সূত্রপাত অষ্টম শ্রেণী থেকে। Cello story compitition প্রতিযোগিতায় "দুই বোন" লিখে স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়ে লেখার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া।
নবম...More
রাজকুমার একজন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ ছেলে।
১৯৯০ সালের ১২ই ডিসেম্বর জন্ম কলকাতাতে।তারপর ধীরে ধীরে বড় হয়ে ওঠা মা বাবার ছত্রছায়ায়।
লেখার সূত্রপাত অষ্টম শ্রেণী থেকে। Cello story compitition প্রতিযোগিতায় "দুই বোন" লিখে স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়ে লেখার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া।
নবম শ্রেণি থেকেই লোকাল পত্রিকাতে লেখা শুরু।
তারপর ধীরে ধীরে বড় হওয়া পড়াশোনার চাপে
দায়িত্বের চাপে লেখাটার জীবন থেকে মুছে যাওয়া।
গত আটমাস আগে থেকে আবার লেখা শুরু। প্রথম থাপেই অনলাইনে দেড় লক্ষাধিক পাঠক পেয়ে নিজেকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া।
ত্রিপুরায় অনুষ্ঠিত হওয়া নগেন্দ্র সাহিত্য পুরস্কার ২০২০ প্রতিযোগীতায় নমিনেশন পাওয়া ও দ্বিতীয় হওয়া গল্প "কামিনী কথা" দিয়ে মানুষের ভালোবাসা কুড়ানো।
তারপর অনলাইনে একাধিক লেখার মাধ্যমে এগিয়ে যাওয়া।
কর্মসূত্রে একজন এক্সপোর্ট ইমপোর্ট মার্চেনডাইজারের লেখক হয়ে যাওয়া।
Book Summary
কাটা সাহবের কুঠি আর ইচ্ছেমতীর পার,
সাহস দেখায়ে পা দিলেই, হবে ভয় সাবাড়...